Thursday, October 23, 2025

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৫

index_1110245পল্লী নিউজ ডেক্স:লক্ষ্মীপুরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। এসময় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের উত্তর তেমুহনীতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে লক্ষ্মীপুর সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কনক ক্বারীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দালাল বাজার ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার জের ধরে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় গ্রুপ প্রায় ৭/৮টি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার) জুনায়েত কাউসার জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকরা অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর

BN