শুক্রবার, জানুয়ারি 24, 2025

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে ডাকাত গুলিবিদ্ধ : দুই পুলিশ আহত

পল্লী নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. হারুন নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এসময় উষাতন চাকমা ও নেছার আহম্মদ নামে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
সোমবার গভীর রাতে উপজেলার কাশীনগর গ্রামের খোয়াদ মাস্টার ব্রিজ এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি এলজি, ৬ রাউন্ড গুলি, ২টি রামদা ও একটি কিরিচ উদ্ধার করে।

গুলিবিদ্ধ হারুনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে; পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। তার ডান পায়ের হাটুর নিচে গুলির চিহ্ন রয়েছে। সে রামগঞ্জের কাশিনগর গ্রামের শরবত আলীর ছেলে। আহত দুই পুলিশ সদস্যও একই হাসপাতালে চিকিৎসা নেন।
পুলিশ জানায়, রাতে রামগঞ্জ উপজেলার কাশীনগর গ্রামে একদল ডাকাত অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড পাল্টা গুলি ছোঁড়ে। এতে হারুন নামের এক ডাকাত গুলিবিদ্ধ এবং দুই পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ২টি এলজি, ৬ রাউন্ড গুলি, ২টি রামদা ও একটি কিরিচ উদ্ধার করা হয়। আহত ডাকাত ও পুলিশ সদস্যের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে শীর্ষ সংবাদকে বলেন, ডাকাত সদস্য হারুন দুটি ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক আসামি।

সর্বশেষ খবর

BN