শুক্রবার, জানুয়ারি 24, 2025

অপরাধের তথ্য জানাতে র‌্যাবের নতুন অ্যাপ

index_119590_0
ঢাকা: অপরাধ দমনে ‘রিপোর্ট টু র‌্যাব’ নামে নতুন একটি অ্যাপ্লিকেশন চালু করেছে এলিট ফোর্স র‌্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এতে পরিচয় গোপন করে যে কেউ যেকোনো তথ্য জানাতে পারবে।

সোমবার বিকালে রাজধানীর উত্তরায় র‌্যাব হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

নতুন এই অ্যাপ্লিকেশনের বিষয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, “আমরা মূলত তথ্য সংগ্রহের জন্য এটি করছি। জনগণ এখানে তথ্য জানাতে পারবে।”

ঈদের দিনে শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় আটক শফিউল উত্তরবঙ্গসহ বিভিন্ন স্থানে চারটি হত্যার সঙ্গে জড়িত বলেও জানান র‌্যাবের মহাপরিচালক।

সর্বশেষ খবর

BN