Wednesday, December 17, 2025

গুলশানে হামলার ঘটনায় দুপুরে সংবাদ সম্মেলন: আইএসপিআর

gulshan_118699
ঢাকা: রাজধানীর গুলশান-২ এর হলি আর্টিজান রেস্টুরেন্টে জিম্মি উদ্ধার অভিযানের পরিস্তিতি নিয়ে সংবাদ সম্মেলন করবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবার দুপুর সাড়ে ১২টায় এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

আজ সকালে আইএসপিআর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হলি আর্টিজেন রেস্টুরেন্টে জিম্মি উদ্ধার অভিযানের প্রেস ব্রিফিং ঢাকা সেনানিবাসের সেনাসদরে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। তবে জরুরি প্রয়োজনে সময় পরিবর্তন হতে পারে। এর আগে সকালে কমান্ডো অভিযান চালিয়ে টানা ১১ ঘণ্টা জিম্মি অবস্থা থেকে ১৩জনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার করা হয়েছে আরও পাঁচজনের মরদেহ।

সর্বশেষ খবর

BN