স্টাফ রিপোটার: রাজধানীর গুলশান ৭৯ নম্বর রোডে ‘হলি আর্টিসান বেকারি’ নামে একটি রেস্টুরেন্টে সন্ত্রাসী-পুলিশ গুলি বিনিমনের অভিযানে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন নিহত হয়েছেন।ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান গণমাধ্যমকে বলেন, সালাউদ্দিনকে রক্তাক্ত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লেকভিউ ক্লিনিকের খুব কাছে ৭৯ নম্বর রোডে হলি আর্টিজান বেকারি ও আশপাশের ঘিরে রেখেছে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা। আকাশে টহল দিচ্ছে র্যাবের হেলিকপ্টার।
ওই বেকারি ঘিরে গোলাগুলি ও বিস্ফোরণের মধ্যে পুলিশসহ আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন
পল্লীনিউজডটকম/ইসফাকুল