Wednesday, October 22, 2025

ভারতে পাসপোর্ট বানাতে গিয়ে বাংলাদেশি আটক

ভারতে পাসপোর্ট বানাতে গিয়ে আটক হয়েছেন এক বাংলাদেশি যুবক। তার নাম চন্দন মহন্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের শিলিগুড়ির খড়িবাড়ি থানা এলাকায় তিনি দীর্ঘদিন বসবাস করছিলেন। সম্প্রতি পাসপোর্ট বানাতে গেলে তাকে ভেরিফিকেশনের জন্য ডেকে পাঠায় খড়িবাড়ি থানার পুলিশ। এ সময় কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাকে আটক করে পুলিশ।

দীর্ঘ জিজ্ঞাসাবাদে জানা যায়, চন্দন বাংলাদেশি নাগরিক। তার কাছ থেকে উদ্ধার হয় একাধিক জাল ভারতীয় নথিপত্র।

পুলিশ জানায়, চন্দনকে জাল নথিপত্রের মাধ্যমে ভারতীয় পাসপোর্ট পেতে সহায়তা করছিলেন নির্মল। এ ঘটনায় তাকেও আটক করা হয়।

সর্বশেষ খবর

BN