বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

ফরিদপুরের মধুখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে। তার নাম মানবেন্দ্র কুমার সাহা (৪৩)। শনিবার রাতে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস খেলা চলাকালে এ ঘটনা ঘটে।

মৃত মানবেন্দ্র উপজেলার গাজনা গ্রামের মৃত মনোজ কুমার সাহার ছেলে।

গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সমকালকে বলেন, মানবেন্দ্র সাহা আর্জেন্টিনা ফুটবল দলের একজন সমর্থক। শুক্রবার রাতে অনেকের সঙ্গে তিনি গাজনা বাজারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। নির্ধারিত সময়ে আর্জেন্টিনার খেলার একেবারে শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের দেওয়া গোলে খেলা ২-২ গোলে সমতা হয়। এই সমতা মেনে নিতে পারেননি মানবেন্দ্র কুমার সাহা। অতিরিক্ত ৩০ মিনিট খেলার আগেই প্রচণ্ড টেনশনে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বাড়িতে চলে যান। এরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হন। কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির হোসেন বলেন, ভোরের দিকে মানবেন্দ্র সাহা নামের এক রোগীকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর

BN