বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

কথা রাখতেই নেচেছেন, আরও নাচতে চান তিতে

বিশ্বকাপে শুধু গোলের প্রস্তুতিই নয়, গোল উদযাপনের প্রস্তুতি নিয়েও টুর্নামেন্টে এসেছে ব্রাজিল। গোল পেলেই ব্রাজিল খেলোয়াড়দের ভিন্ন ভিন্ন স্টাইলের ড্যান্সে উদযাপন করতে দেখা গেছে মাঠে। ব্রাজিল দলে এবার শুধু খেলোয়াড়রাই নন, ডাগআউটে কোচ তিতেকেও ড্যান্স করতে দেখা গেছে।

শিষ্যদের উজ্জীবিত করতে গোলদাতা খেলোয়াড়ের সঙ্গে ড্যান্স করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন ৬১ বছর বয়সী এ কোচ। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে ডাগআউটে রিচার্লিসনের সঙ্গে পিজিয়ন ড্যান্স বা কবুতরের মতো নাচতে দেখা গেছে তাঁকে।

শুক্রবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষেও ভিন্ন ভিন্ন মুদ্রায় ড্যান্স করতে দেখা যেতে পারে তিতেকে। কে গোল করছেন- সেটার ওপরই নির্ভর করবে তিতের ড্যান্স স্টাইল! দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নেয় ব্রাজিল।

ম্যাচ শেষে ব্রাজিল কোচ বলেন, ‘আমরা দলের ও খেলোয়াড়দের বৈশিষ্ট্যের সঙ্গে নিজেদের রাঙাতে চেষ্টা করছি। আমি তাদের ভাষার সঙ্গেও পরিচিত হচ্ছি। তাদের নাচের ভাষাও (নাচের স্টাইল) মজাচ্ছলে রপ্ত করেছি।’ তিতে রিচার্লিসনের সঙ্গে ড্যান্সের কথা তুলে ধরে বলেন, ‘আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তুমি যদি গোল পাও তাহলে আমি ড্যান্স করব।’

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে তাঁর নাচকে অনেকে বাঁকা চোখে দেখতে পারেন, অনেকে এটিকে প্রতিপক্ষের প্রতি অশ্রদ্ধা প্রকাশ হিসেবেও ভাবতে পারেন। যদিও প্রতিপক্ষকে অবজ্ঞা প্রদর্শন নয়, স্রেফ গোলের আনন্দটুকু উদযাপন করতে চেয়েছেন তিতে।

সে কারণেই ডাগআউটে পিজিয়ন ড্যান্সের সময় শিষ্যদের বলেছিলেন, তাঁকে ঘিরে রাখতে। যেন কেউ দেখতে না পায়। তিতে সমালোচকদের উদ্দেশে বলেন, ‘আমি খুবই সতর্ক ছিলাম (ড্যান্সের সময়)। কারণ কিছু নিচু মানসিকতার মানুষ সব সময়ই থাকবে, যারা সবকিছুই বাঁকা চোখে দেখবে। সে কারণে (বেঞ্চের খেলোয়াড়দের) তাদের বলেছিলাম, আমাকে আড়াল করে রাখতে। কারণ আমার ড্যান্সকে দলের পারফরম্যান্স ও গোলের আনন্দ উদযাপন ছাড়া কেউ অন্যভাবে দেখুক, আমি তা চাইনি।’

সর্বশেষ খবর

BN