বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

‘জয়বাংলা’ বাংলাদেশের সার্বভৌমত্ত্ব ও সংগ্রামী জাতিসত্তার পরিচায়ক: সীমা হামিদ

ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারপারসন সীমা হামিদ বলেছেন, ‘জয়বাংলা’ বালাদেশের  সার্বভৌমত্ত্ব ও সংগ্রামী জাতিসত্তার ধারক ও বাহক অর্থাৎ পরিচায়ক। জয়বাংলা জাতীয় অস্তিত্বের বহিপ্রকাশ।

ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারপারসন গতকাল সোমবার (২৪ অক্টোবর) যুক্তরাজ্যে ‘তৃতীয় জয়বাংলা উৎসব এবং প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। আমাদের উচিত যার যার অবস্থানে থেকে দেশের জন্য কাজ করা। ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের তরুণদের উদ্যোক্তা হতে সহায়তা করা হচ্ছে। তাদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার কাজ করছি। বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।’

সীমা হামিদ ‘যুব উদ্যোক্তা উৎসব’ আয়োজনের মধ্য দিয়ে নতুন উদ্যোক্তাদের প্রদর্শনী ও নিজস্ব ব্র্যান্ডিং, পরিচিত এবং প্রচারের ব্যবস্থা করে থাকেন। সীমা হামিদ একটি বিশেষ স্কুলও পরিচালনা করেন, যেখানে ৩৬ জন সুবিধা বঞ্চিত এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশু পাচ্ছে শিক্ষার সুযোগ। এছাড়াও সীমা হামিদ ব্রেভার্স ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা, যারা তালাকপ্রাপ্ত এবং বিধবা নারীদের কর্মসংস্থানের জন্য কাজ করে।

বাংলাদেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে ক্ষমতায়ন এবং সামাজিক সাংস্কৃতিক উদ্যোগে অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি সীমা হামিদ ‘গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট’ কর্তৃক ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’-এ ভূষিত হয়েছেন।

ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের যুক্তরাজ্যের সভাপতি সৈয়দ ছাদেক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে যুক্তরাজ্যের বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম সংযুক্ত থেকে বক্তব্য দেন।

সর্বশেষ খবর

BN