রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে শুরু হচ্ছে ডেঙ্গু চিকিৎসা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম আজ শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বোরবার থেকে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে শুরু হচ্ছে ডেঙ্গু চিকিৎসা। ইতোমধ্যে ডেঙ্গু রোগীদের জন্য চারটি ইউনিট চালু করা হয়েছে। যেখানে ১২ জন চিকিৎসককে তিন শিফটে দায়িত্ব বণ্টন করা হয়েছে।