Thursday, December 18, 2025

৬০ কোটি টাকা হাতিয়ে পালানো এমএলএম কোম্পানির প্রধান গ্রেপ্তার

রাজবাড়ীতে গ্রাহকদের ৬০ কোটি টাকা হাতিয়ে পালিয়ে যাওয়া অনলাইনভিত্তিক একটি এমএলএম কোম্পানির নির্বাহী পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁর নাম জাবিউল্লাহ খান। জাবিউল্লাহ খানের বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে।

শনিবার বিকেলে তাঁকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়। রাজবাড়ী জেলার প্রায় ২০ হাজার গ্রাহকের কাছ থেকে তিনি ওই টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছিলেন। 

রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) এম এম শাকিলুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, জাবিউল্লাহ খানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, সদস্যের কাছ থেকে স্বপ্লমূল্যে বিভিন্ন পণ্য বিক্রির নাম করে টাকা নিত জেকা বাজার নামের প্রতিষ্ঠানটি। রাজবাড়ী শহরের নান্নু টাওয়ার ও পাবনায় এই কার্যক্রম পরিচালনা করা হতো। গত বছরের ২ নভেম্বর প্রতারণার অভিযোগ এনে প্রতিষ্ঠানটির অফিস সিলগালা করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর প্রতিষ্ঠান প্রধান জাবিউল্লাহও আত্মগোপনে চলে যান।

এরপর গ্রাহকরা প্রায় ৬০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। টাকা ফেরত পাওয়ায় দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করেন বিনিয়োগকারীরা। এদিকে সম্প্রতি নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে জাবিউল্লাহকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন তাঁর বাবা।

সর্বশেষ খবর

BN