চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরেই বোমা ফাঁটিয়েছিলেন লিভারপুল তারকা সাদিও মানে। অ্যানফিল্ড ছাড়তে চান বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। এরপর নানান গুঞ্জন, একাধিক দেন-দরবার শেষে সম্পন্ন হয়েছে ফুটবলারদের দলবদলের বাজারে আলোচিত আরকটি চুক্তি।
লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন সেনেগালিচ স্ট্রাইকার মানে। তার সঙ্গে তিন বছরের চুক্তি করছে জার্মান ক্লাবটি। লিভারপুল তার জন্য সব মিলিয়ে পাবে ৪১ মিলিয়ন ইউরো।
এর মধ্যে ৩২ মিলিয়ন ইউরো ক্যাশ পাবে। ৯ মিলিয়ন ইউরো বিভিন্ন শর্ত পূরণ করা সাপেক্ষে দিতে হবে দলটিকে।
ছয় মৌসুম আগে মানেকে কিনেছিলেন জার্গেন ক্লপ। তার অধীনে ২৬৯ ম্যাচ খেলে ১২০ গোল করেছেন তিনি। ২০১৬ সালে সাউদাম্পটন থেকে তাকে কিনতে লিভারপুলের খরচ হয়েছিল সব মিলিয়ে ৩৯ মিলিয়ন ইউরো।
মানে চলে যাওয়ায় ভাঙলো ক্লপের বিখ্যাত ফ্রন্ট থ্রি। মানে, সালাহ ও ফিরমিনোকে নিয়ে ক্লপ রেডসদের প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, কারাবাও কাপ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতিয়েছেন। মানের বিকল্প হিসেবে এরই মধ্যে লিভারপুল ১০০ মিলিয়ন ইউরো দিয়ে বেনফিকা থেকে ২২ বছর বয়সী ডারউইন নুনেজকে কিনেছে।