বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

মধুখালীর কামালদিয়ায় চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী

ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ওয়ালিদ হাসান মামুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মধুখালী উপজেলা নির্বাচন অফিসার এবিএম আজমল হোসেন জানান, কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ওয়ালিদ হাসান মামুন অটোরিকশা প্রতীক নিয়ে ৩ হাজার ৭৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে মো. হাবিবুল বাশার পেয়েছেন ২ হাজার ৭৯৬ ভোট।

তিনি আরও জানান, এই ইউনিয়নে ভোটার সংখ্যা ১২ হাজার ৮৫৯ জন। চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সাধারণ সদস্য পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১০টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। 

সর্বশেষ খবর

BN