বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

যমজ সন্তান জন্ম দিলেন ঝুমুর, নাম রাখা হলো পদ্মা-সেতু

সোহাগ ও ঝুমুর দম্পতির ঘর আলোকিত করে জন্ম নেয় যমজ সন্তান। পদ্মা সেতুর সঙ্গে এ দুই নবজাতকের নাম স্মরণীয় করে রাখতেই মূলত তাদের নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার নরমাল ডেলিভারিতে এ দুই নবজাতকের জন্ম হয়

এদিকে দুই জনের নাম পদ্মা ও সেতু রাখার খবরে দিনভর হাসপাতালে ভিড় করে উৎসুক জনতা। হাসপাতালের পক্ষ থেকে দম্পতিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

নবজাতকদের বাবা মো. সোহাগ মিয়া বলেন, পদ্মা সেতু আমরা টিভিতে দেখেছি। এ সেতু আমাদের দেশের গৌরব। তাই আমার দুই সন্তানের নাম পদ্মা ও সেতু রেখেছি। তাদের সুস্থতায় আমি সবার কাছে দোয়া চাই।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল বলেন, ‘হাসপাতালে ঝুমুরকে আনার পর আমরা নরমাল ডেলিভারির চেষ্টা করি, এতে আমরা সফল হই। তাদের জন্মের পরই বাবা-মাকে আমি বলি, তাদের নাম পদ্মা ও সেতু রাখতে। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।’

সর্বশেষ খবর

BN