আড়াই বছর ধরে পুরো বিশ্ব ভুগছে করোনাভাইরাস মহামারিতে। মাস কয়েক আগে হানা দিয়েছে মাঙ্কিপক্সও। এরই মধ্যে শুরু হয়েছে মারবার্গ নামক নতুন আরেক প্রাণঘাতী ভাইরাসের উপদ্রব।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অতিসংক্রামক মারবার্গ ভাইরাসে ঘানায় দুজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ৯৮ জনকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। ফলে নতুন করে ভাইরাসটির ব্যাপক প্রাদুর্ভাব দেখা দেওয়ার সম্ভাবনা জেগে উঠেছে।
১৯৬৭ সালে সর্বপ্রথম মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়। দক্ষিণ এবং পূর্ব আফ্রিকার মানুষরাই এ অতিসংক্রামক প্রাণঘাতী ভাইরাসে বেশি আক্রান্ত হয়েছেন। আফ্রিকায় এর আগে এ ভাইরাসে শত শত মানুষের মৃত্যু হয়েছে।
মারবার্গ ভাইরাসে আক্রান্তদের ডায়রিয়া, জ্বর, বমি বমি ভাব এবং বমির উপসর্গ দেখা দেয়। ইবোলা ভাইরাসের মতো এ রোগে আক্রান্ত ব্যক্তির হঠাৎ অসুস্থতা শুরু হয়, তীব্র জ্বর, প্রচণ্ড মাথাব্যথা দেখা যায়। মারবার্গ ভাইরাসে মৃত্যুর হার ২৪-৮৮% পর্যন্ত।