বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

মানুষের ত্বক এক পরম বিস্ময়

প্রতিটি মানুষের গড়ে দুই বর্গমিটার ত্বক বা চামড়া রয়েছে। এই চামড়া নানা রোগজীবাণু থেকে আমাদের যেমন রক্ষা করে, তেমনি সবকিছু অনুভব করতেও সহায়তা করে। আমাদের ত্বক নানা কারণে এক বিস্ময়।

ত্বক বা চামড়া মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ। গড়ে আমাদের প্রত্যেকের দুই বর্গমিটার চামড়া রয়েছে। এটা আমাদেরকে বাহ্যিক বিভিন্ন বিষয় যেমন তাপ এবং প্যাথোজিন থেকে রক্ষা করে। এটি দেহের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ। এটি সবকিছুই অনুভব করতে পারে। 

চর্মরোগ বিশেষজ্ঞ প্রফেসর ইয়র্ন এল্সনার এই বিষয়ে বলেন, ‘‘একদিকে এটি একটি বিস্তৃত এবং গুরুত্বপূর্ণ অঙ্গ যা আমাদেরকে সংক্রমণ থেকে রক্ষা করে। অন্যদিকে, এটি একটি যোগাযোগ অঙ্গ। কারণ আমাদের ত্বক মানুষ দেখতে পায়। আর এ থেকে মানুষ আমাদের সম্পর্কে ধারণা নেয়। ত্বক দেখতে কেমন? কী রকম?”

ত্বক আমাদের সম্পর্কে অনেক তথ্য দেয়, বলেন বিউটিশিয়ান লিসা শ্যেফার। এটা দেখে বোঝা যায় আমরা চিন্তিত, নাকি নিশ্চিন্ত? আমরা কি ধূমপান করি, কিংবা ঠিকমতো কি খাওয়াদাওয়া করছি? 

তিনি বলেন, ‘‘ত্বক হচ্ছে আমাদের দেয়াল। আমরা যাকিছুর মুখোমুখি হই তা ত্বক মোকাবিলা করে।”

সর্বশেষ খবর

BN