শুক্রবার, জানুয়ারি 24, 2025

প্রাথমিক সমাপনী-জেএসসি’র ফল ১২.৩০ মিনিটে, যেভাবে দেখবেন

পল্লী নিউজ ডেস্ক:

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সাড়ে বারোটায়।

প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল দেখতে- DPE/EBT <স্পেস> প্রার্থীর নিজ উপজেলা/থানার কোড নম্বর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটেও (www.dpe.gov.bd) ফল পাওয়া যাবে।

এছাড়া www.dpe.gov.bd অথবা http://dperesult.teletalk.com.bd ব্রাউজ করে ইন্টারনেটে পাওয়া যাবে ফল। উপজেলা/থানার কোড নম্বর জানতে www.teletalk.com.bd ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

জেএসসি’র ফল পেতে JSC/JDC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। যেমন- JSC Dha 223657 2014 এবং Send করুন 16222 নম্বরে।

ইন্টারনেটে জেএসসি-জেডিসি’র ফলাফল পাওয়া যাবে http://www.educationboardresults.gov.bd ঠিকানায়। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের http://www.moedu.gov.bd ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।

সর্বশেষ খবর

BN