রবিবার, জানুয়ারি 26, 2025

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

পল্লী নিউজ ডেস্ক:

লক্ষ্মীপুর কমার্স কলেজে গত ২ বছর ধরে অধ্যক্ষ না আসায় ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে শহরের দেওয়ান বাড়ি সড়কের কলেজ ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ মিছিল করে তারা। এনিয়ে ক্যাম্পাস ও আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শিক্ষার্থীরা জানায়, ২ বছর ধরে আমাদের অধ্যক্ষ জি এম জাকারিয়া কলেজে আসছেন না। এ অবস্থায় কলেজের বিভিন্ন কাজে স্থবিরতা দেখা দিয়েছে। নানা অনিয়মে ডুবে রয়েছে কলেজের বিভিন্ন কার্যক্রম। ঠিকমত কাস ও পরীক্ষা কার্যক্রম চলছে না। এমনকি বিভিন্ন সরকারি, শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি পাচ্ছে না বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। এদিকে ১ বছরে ইংরেজি শিক্ষক ৮ বার রদবদল হয়েছে। এতে শিক্ষার্থীরা ভালোভাবে শিক্ষাগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে।
অন্যদিকে ডিভেটিং ক্লাব, কম্পিউটার ল্যাব আছে বলে প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থী ভর্তি করা হলেও তা দেখা যাচ্ছে না কলেজে। এমনকি নবীন বরণ হয়নি বলেও জানায় শিক্ষার্থীরা।
তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কেউ মুখ খুলতে রাজি হন নি।

এবিষয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর

BN