Wednesday, October 29, 2025

মহান বিজয় দিবসে বর্ণীল সাজে সাজবে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা।

পল্লী নিউজ ডেস্ক:

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বর্ণীল সাজে সাজবে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা। বিজয় দিবসে কমলনগর উপজেলার আকাশে উড়ানো হবে নতুন আড়াই হাজারের অধিক জাতীয় পতাকা

মহান বিজয় দিবসে সঠিকভাবে, যথাযথ মাপের পতাকা উত্তোলনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যতিক্রমী এই উদ্যোগ। দিবসটি উপলক্ষ বিভিন্ন প্রতিষ্ঠানে খুঁটি পতাকা দেওয়া হবে। লক্ষ্যে দর্জি বাড়িতে তৈরি হয়েছে এই পতাকা। জাতীয় পতাকা লাগানোর জন্য ধুয়েমুছে, রঙ দিয়ে প্রস্তুত করা হচ্ছে (পতাকার খুটি) বাঁশের খুঁটি। তোরাবগঞ্জ বাজার থেকে করুনানগর পর্যন্ত দীর্ঘ ২০ কিলোমিটার এলাকা নতুন জাতীয় পতাকা দিয়ে সাজিয়ে তোলা হবে। এই এলাকার মানুষ কর্মসূচীর সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছেন

উপজেলা প্রশাসন সূত্র জানায়, আসছে বিজয় দিবস উপলক্ষে উত্তোলনের জন্য উপজেলার বিভিন্ন সরকারীবেসরকারী অফিস, স্কুল, কলেজ মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক মাপের পতাকা খুঁটি দেওয়া হবে। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন হাটবাজারের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সারিবদ্ধভাবে পতাকা লাগানোর জন্য খুঁটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জাতীয় দিবসে পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও যে যার মত করে সঠিক মাপ ছাড়া পতাকা উত্তোলন করে থাকেন। তাই এবার বিজয়ের ৪৫ তম দিবসে সঠিক মাপে জাতীয় পতাকা উত্তোলন সুন্দর খূঁটি ব্যবহার করার জন্য জনসাধারনকে সচেতন করার জন্য উপজেলা প্রশাসন থেকে উদ্যোগ নেয়া হয়

কর্মসূচী সফল ভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ব্যবসায়ীসহ সব শ্রেণীপেশার নেতৃবৃন্দদেরকে নিয়ে প্রস্তুতি সভা করা হয়। সময় উক্ত কর্মসূচী বাস্তবায়ন করার জন্য তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন

জাতীয় পতাকার মর্যাদা অক্ষুন্ন রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, উপজেলার সর্বত্র যথাযথ নিয়মে, সঠিক মাপে নতুন পতাকা উত্তোলনের জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাঙালীর গর্বের লালসবুজের নতুন পতাকায় ছেয়ে যাবে কমলনগরের আকাশ

সর্বশেষ খবর

BN