শুক্রবার, জানুয়ারি 24, 2025

কমলনগরের মামা-ভাগিনা সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত

লক্ষ্মীপুর : সৌদি আরবের জেদ্দা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগরের মামা-ভাগিনাসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। কমলনগরের নিহতরা হলেন উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বদর আলম ছেলে মো. আরিফ (২৫) তার ভাগিনা মো. হারুনের ছেলে রুবেল(২২)। নিহত আরিফের মামা মো. আনোয়ার হোসেন বৃহস্পতিবার (৫জুলাই) সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর খবরে পরিবারের লোকজন ও স্বজনরা আহাজারি করছে। এসময় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এর আগে বুধবার (৪ জুলাই) সৌদি আরবের জেদ্দা শহরের নিকটবর্তী কিং আব্দুল আযীয সড়কের সামারি কোর্ট ও রেড সি মলের মধ্যবর্তী এলাকায় মাইক্রোবাস উল্টে ৬জন নিহত হন। এসময় ১১জন আহত হয়েছেন। নিহত আরিফের মামা মো. আনোয়ার হোসেন সৌদি আরবে অবস্থানরত স্বজনদের বরাত দিয়ে জানান, বুধবারের দুর্ঘটনায় ঘটনাস্থলেই আরিফ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর

BN