ঢাকা:
জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের চিঠির উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপ চেয়ে দেওয়া ওই চিঠির উত্তরে প্রধানমন্ত্রী আগামী ৫ নভেম্বর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টায় তাদেরকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন।
বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে আসেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ এবং তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।
এ বিষয়ে এরশাদ বলেন, প্রধানমন্ত্রী আমাদের ২০ জনকে যেতে বলেছেন। সংলাপে আমরা রাজনীতি নিয়ে কথা বলবো।
ঐক্যফ্রন্টের ৭ দফা মানা সম্ভব নয়, তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন। আমি হলেও মানতাম না, বলেন এরশাদ।
এরশাদ বলেন, জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ দল, জাপা নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে।
এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের সঙ্গে জোট করার সম্ভাবনা রয়েছে। সংলাপে আসন ভাগাভাগি নিয়ে কথা হতে পারে।
এরশাদের সঙ্গে জাপা নেতাদের মধ্যে ছিলেন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা।