দেশে গত ২৪ ঘণ্টায় ৩১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত দুই সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন সাড়ে ৭ হাজার জন। এ সময়ে ২৮ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১৯৭ জনই ঢাকার। দেশের বিভিন্ন প্রান্তের রয়েছে ১১৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৭১৫ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৯১৬ ও বাইরে ৭৯৯ জন।
চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২৩ হাজার ৫৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৯৪ জন। আর মারা গেছেন ৮৩ জন।