লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল কলেজ সরকারি হওয়ায় আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ করা হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী কলেজটি সরকারি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সোমবার সকালে কলেজ কর্তৃপক্ষ এ র্যালির আয়োজন করে। কলেজ ক্যাম্পাস থেকে র্যালিটি বের হয়ে উপজেলা সদর হাজিরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লোকমান হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আবুল খায়ের, ফয়সল আহাম্মেদ রতন, যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন হেলাল, মেজবাহ উদ্দিন বাপ্পী ও এএইচএম আহসান উল্যাহ হিরনসহ কলেজের শিক্ষক-কর্মচারী ও সহ¯্রাধিক শিক্ষার্থী অংশ নেন। মিছিল শেষে প্রত্যেকের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
কলেজ সূত্রে জানা যায়, এ কলেজসহ ২৭১ বেসরকারি কলেজকে সরকারি করে শিক্ষা মন্ত্রণালয় রোববার প্রজ্ঞাপন জারি করে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এ কলেজে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি শাখায় প্রায় দেড় হাজার শিক্ষার্থী রয়েছে। এতে কর্মরত রয়েছেন ৩৮ জন শিক্ষক-কর্মচারী।