রাজধানীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুর প্রেস ক্লাব।
বৃহস্পতিবার (০৯ আগস্ট) দুপুরে এ ঘটনার প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটি।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সহ সভাপতি এমজে আলম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাংবাদিক আজিজুল হক, হোসেন আহমদ শাহজাহান, হাবিবুর রহমান সবুজ, সাইফুল ইসলাম স্বপন, একিউএম শাহাবুদ্দিন, ইসমাইল হোসেন জবু, নিজাম উদ্দিন, সাজ্জাদুর রহমান, জহিরুল ইসলাম শিবলু প্রমুখ।
এতে জেলার কর্মরত অন্যান্য সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশব্যাপী সাংবাদিকরা নির্যাতন হচ্ছে। বিভিন্ন সময় ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করা হয়। এসব পরিস্থিতি মোটেও কাম্য নয়। মামলা-হামলা করে সাংবাদিকদের সত্য প্রকাশে অবরুদ্ধ করা যাবে না। রাজধানীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবি জানাই।