Wednesday, October 22, 2025

সকালে হাঁটতে বেরিয়ে নিখোঁজ, বিকেলে লাশ মিলল পানিতে

কিশোরগঞ্জের নিকলীতে সকালে হাঁটতে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর বিকেলে পানিতে ভাসমান অবস্থায় ইকবাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের পাশে কাটাখালী ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত ইকবাল হোসেন নিকলী নগর বড়বাড়ির মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে।

মৃতের পরিবারের সদস্যরা জানান, সকালে ইকবাল হোসেন প্রতিদিনের মতো নিজ বাড়ি থেকে হাঁটার উদ্দেশে বের হয়। কিন্তু এরপর বাড়িতে ফিরে আসেননি। পরে বিকেল সাড়ে ৪টার দিকে কাটাখালী ব্রিজের নিচে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিকলী থানার ওসি মুহাম্মদ মনসুর আলী আরিফ জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর

BN