সোমবার, ফেব্রুয়ারি 3, 2025

সংসদ ভেঙে সুষ্ঠু নির্বাচন দিন, অন্যথায় জাতির ক্ষতি হবে: রব

সংসদ ভেঙে দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, তা না হলে জাতির ক্ষতি হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

এসময় হুঁশিয়ারি দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ এই নেতা বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, গায়েবি মামলা বন্ধ করতে হবে, নাইলে খবর আছে।

নির্বাচনের আগে সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা দাবিতে এ জনসভার আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

সর্বশেষ খবর

BN