নির্বাচনী প্রচারে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর হয়ে অংশ নেওয়ার অভিযোগ আসছে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন স্কুলের শিক্ষক এবং সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। ইতোমধ্যে তাদের অনেককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তার পরও এ প্রবণতা বন্ধ হচ্ছে না। গতকাল বৃহস্পতিবারও নির্বাচন পরিচালনার দায়িত্ব পাওয়া অন্তত ৯ স্কুলশিক্ষক, চিকিৎসক ও ইউপি চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করে একই দিন শোকজ নোটিশ পেয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ ও সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার। হুমকির অভিযোগে মানিকগঞ্জে মামলা হয়েছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় এক বীর মুক্তিযোদ্ধাকে ঘাড় মটকে দেওয়ার হুমকি দেওয়ায় লালমনিরহাট-২ আসনের নৌকার প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদকে গতকাল শোকজ করেছে জেলা নির্বাচনী অনুসন্ধান কমিটি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁকে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৬ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ করেন নূরুজ্জামান আহমেদের বিরুদ্ধে। গোলাম মর্তুজা হানিফ রংপুর মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য।
কুমিল্লা-১১ আসনে নৌকার প্রার্থী সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় শোকজ করা হয়েছে সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে। গত বুধবার সন্ধ্যায় তাঁকে শোকজ নোটিশ পাঠায় জেলা নির্বাচনী অনুসন্ধান কমিটি। আগামী ১ জানুয়ারি সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে তাঁকে কমিটির অফিসে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়।
সরকারি চাকরিজীবী হয়েও মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলোক কুমার দাসকে গতকাল ফের শোকজ করেছে জেলা নির্বাচনী অনুসন্ধান কমিটি। এর আগে ১৭ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানের সঙ্গে ডা. আলোকের একটি অডিও কলরেকর্ড ভাইরাল হওয়ার পর প্রথমবার তাঁকে শোকজ করা হয়। ২৫ ডিসেম্বর তিনি শোকজের জবাবও দেন।
একই দিন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজাকেও শোকজ করা হয়। তাঁর বিরুদ্ধে নৌকা প্রতীকের পক্ষ না নেওয়ায় এক নারী ইউপি সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ আছে।
পাবনা-৩ আসনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে চাটমোহরের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেদুয়ানুল হালিম এবং সহকারী পুলিশ সুপার হাবিবুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিকার চেয়ে গতকাল জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের দ্রুত বদলির আবেদন করেছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও রেদুয়ানুল হালিম ও সহকারী পুলিশ সুপার হাবিবুল ইসলাম। এর মধ্যেই গতকাল আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ওই আসনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান এমপি মকবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদকে শোকজ করে নির্বাচনী অনুসন্ধান কমিটি। ৩১ ডিসেম্বর তাদের সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
একই দিন পাবনা-৩ আসনে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করায় ৯ স্কুল শিক্ষককেও শোকজ করে নির্বাচনী অনুসন্ধান কমিটি। এই শিক্ষক অধিকাংশই আসন্ন নির্বাচন পরিচালনায় বিভিন্ন দায়িত্ব পালন করবেন। তাদেরও ৩১ ডিসেম্বর সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়। এ ব্যাপারে অভিযুক্তদের একজন ও নির্বাচনে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পাওয়া পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী বলেন, ‘আমি এমন কোনো চিঠি এখনও পাইনি। কেউ হয়তো ষড়যন্ত্রমূলকভাবে অভিযোগ দিতে পারে। এসব অভিযোগ মিথ্যা।’
সুনামগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি জয়া সেনগুপ্তা দিরাই থানার ওসির বিরুদ্ধে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, নৌকার প্রার্থীর পক্ষ নিয়ে ওসি ভোটারদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। এ বিষয়ে গত বুধবার সিইসি বরাবর এমপি জয়া লিখিত অভিযোগ দিয়েছেন। তবে ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমি কারও পক্ষ নিতে পারি না। আমি শতভাগ নিরপেক্ষভাবেই আমার দায়িত্ব পালন করছি।
এ ছাড়া সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল্লা মাহমুদ চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী এমপি জয়া সেনগুপ্তা গতকাল অনুসন্ধান কমিটির কাছে হাজির হয়ে তাদের বিরুদ্ধে শোকজের লিখিত ব্যাখ্যা দিয়েছেন। গত বুধবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের শোকজ করা হয়।
মানিকগঞ্জ-২ আসনে নৌকায় ভোট না দিলে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের গুলি করে হত্যার হুমকি দেওয়া সিংগাইর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আলী ইস্কান্দারের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার রাতে সিংগাইর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফুল ইসলাম এ মামলা করেন। সিংগাইর থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো জানিয়েছেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নেত্রকোনা-৩ আসনে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে আটপাড়া থানার পুলিশ কনস্টেবল মাহবুব আলমের বিরুদ্ধে। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর পক্ষে তাঁর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক গত মঙ্গলবার আটপাড়ার ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া মদনে তৃণমূল বিএনপির প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ায় গতকাল মো. অলিউল্লাহ নামে উপজেলা বিএনপির এক কর্মীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে নির্বাচনী প্রচারে ব্যক্তিগত গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার ও রাষ্ট্রীয় প্রটোকল গ্রহণের অভিযোগে মানিকগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের শোকজের জবাব নিয়ে শুনানি হয়েছে। গতকাল জেলার সিনিয়র সহকারী জজ ও জেলা নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান শর্মিষ্ঠা বিশ্বাস শোকজের শুনানি করেন। পরে ইসি বরাবর স্বাস্থ্যমন্ত্রীর শোকজের জবাব পাঠানো হয়েছে।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট অফিস ও প্রতিনিধিরা)