তাইওয়ানে ইস্যুতে বেইজিংয়ের ‘‘এক চীন’’ নীতিকে সমর্থনের কথা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
শুক্রবার (২৯ জুলাই) তাসখন্দে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
তাইওয়ান দ্বীপ নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে না খেলতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সতর্কতা উচ্চারণ করার পর তিনি এই মন্তব্য করলেন।
সের্গেই ল্যাভরভ বলেন, ‘‘এক চীনের অস্তিত্বের বিষয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।’’
‘‘চীনের সার্বভৌমত্বের নীতিকে সমুন্নত রাখার প্রশ্নে আমাদের কোনো ভিন্ন নীতি নেই।’’