শুক্রবার, জানুয়ারি 24, 2025

লক্ষ্মীপুর জেলা রিপোটার্স ক্লাবের উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

pic 1

পল্লী নিউজ ডেস্ক :
দেশ ব্যাপী জঙ্গি হামলা, মাদক ও সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকে হত্যার হুমকীর প্রতিবাদে হাতে হাত বেঁধে মানববন্ধন করেছে লক্ষ্মীপুরের গণমাধ্যম কর্মীরা। এ মানববন্ধন আয়োজন করেন লক্ষ্মীপুর জেলা রিপোটার্স ক্লাব। আজ বুধবার দুপুর ১২টায় শহরের উত্তর তেমুহনীস্থ জেলা রিপোটার্স ক্লাবের স্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এ সময় জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি এ কিউ এম সাহাবউদ্দিনের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক এ এম আওলাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন জবু, বর্তমান সিনিয়র সহ-সভাপতি নুর আহম্মদ মিলন, সহ-সভাপতি আনিছ কবির, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জয়

সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মৃধ্যা, অর্থ সম্পাদক আনিছুর রহমান মোহন, দপ্তর সম্পাদক মোঃ রাকিব হোসাইন রনি, প্রচার সম্পাদক মোঃ আলতাফ হোসেন সুমন, সদস্য রুবেল হোসেন, সাথী আক্তার, সিনিয়র সাংবাদিক আনোয়ারের রহমান বাবুল

নারী নেত্রী মমতাজ বেগম, লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক মামুনুর রশিদ, মানবাধিকার কর্মী (সাংবাদিক) মাহাবুবুর রহমান শিপন, মোঃ আমিন, শফিউল আলম, আব্দুর রাজ্জাক আরিফ, মনির হোসেন, ইসমাইল হোসেন বাবু, রিনা সুলতানা প্রমূখ।

এসময় লক্ষ্মীপুর জেলা রিপোটার্স ক্লাবের সদস্য, জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে জঙ্গি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন, জগণের কল্যাণ এবং জঙ্গিদের প্রতিহত করতে ঐক্যমত পোষন করেন।

সর্বশেষ খবর

BN