শুক্রবার, জানুয়ারি 24, 2025

লক্ষ্মীপুরে সেন্ট্রাল ও নিউ মডেল হাসপাতালে লাখ টাকা জরিমানা

Lakshmipur-pic-2-1-768x318

পল্লী নিউজ ডেক্সঃ লক্ষ্মীপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, অস্বাস্থ্যকর পরিবশে ও অতিরিক্ত বেড ব্যবহারের দায়ে দুই প্রাইভেট হাসপাতালে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (৩১ জুলাই) বেলা ৩টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা সমর কান্তি বসাক এ সরেজমিনে করেন।

হাসপাতাল দু’টি হলো, লক্ষ্মীপুর সেন্ট্রাল হসপিটাল প্রাইভেট লিমিটেড ও লক্ষ্মীপুর নিউ মডেল হসপিটাল প্রাইভেট লিমিটেড।
সেন্ট্রাল হাসপাতালে রোগীদের জন্য অনুমোদিত ১৪ বেডের স্থলে ২৩ বেড ও অপারেশন রুমে মেয়াদ উর্ত্তীর্ণ ওষুধ ব্যবহার ও হাসপাতালের পরিবেশ অপরিস্কার থাকায় ভ্রাম্যমান আদালত ৫৫ হাজার টাকা জরিমানা করে। একই সময় নিউ মডেল হাসপাতালে মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কান্তি বসাক বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, অস্বাস্থ্যকর পরিবেশ ও অতিরিক্ত বেড ব্যবহারের দায়ে দুই প্রাইভেট হাসপাতালের ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর

BN