রবিবার, ফেব্রুয়ারি 2, 2025

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’গ্রুপে মারামারি : আহত ৮

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রায়পুরে চেয়ারে বসা নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মারামারি হয়েছে।  এসময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নিশান উদ্দিন, ছাত্রলীগ নেতা মেহেদী হাছানসহ অন্তত ৮ জন নেতাকর্মী আহত হন।
শনিবার (২ জুন) সন্ধ্যায় রায়পুর অডিটরিয়ামে উপজেলা ছাত্রলীগের আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।  পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন, মেহেদী হাসান নিশান (২০), ফাহিম (১৮), ওসমন গণি (২৮), হাসান (১৯). মেহেদী হাসান (১৮), মাসুদ আলম (১৭), শাকিল হোসেন (২২) ও ইউনুস মিঝি (১৭)

জানা গেছে, রায়পুর অডিটরিয়ামের জেলা ছাত্রলীগের নেতাদের সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেন উপজেলা কমিটি। এসময় অডিটরিয়ামের (২য়-তলায়) চেয়ারে বসা নিয়ে নেতাকর্মীদের মধ্যে বাকবিতন্ডা হয়।  এক পর্যায়ে দু’গ্রুপের মারামারির ঘটনা ঘটে।  এতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকসহ ৮ জন নেতাকর্মী আহত হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ এহছানুল কবির জগলুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মামুনুর রশিদ, আওয়ামী লীগ নেতা রফিকুল হায়দার বাবুল পাঠান, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ ও সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি প্রমুখ।

রায়পুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি  জানান, আমি মারামারির বিষয়ে কিছুই জানিনা।

এবিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেন, ইফতার বিতরণের সময় নেতাকর্মীদের মধ্যে বাড়া-বাড়ি হয়।  এসময় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক ছাত্রলীগ নেতা জানান, এ কমিটির অনুমোদনের পর থেকে জেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে মারামারির ঘটনা ঘটছে।  গত কয়েকদিন আগে জেলা শহরের হাসপাতাল সড়কে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়।  এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।  একই ঘটনাকে কেন্দ্র করে পরদিন মাঞ্জু নামের এক ছাত্রলীগ কর্মীকে বেদম পিটিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।  ছাত্রলীগের এমন মারামারি আর কখনো ঘটেনি বলেও জানান তিনি।

উল্লেখ্য জেলা ছাত্রলীগের নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ হল রুমে, রামগঞ্জ উপজেলা জিয়া শপিং কমপ্লেক্সের হল রুমেও মারামারির ঘটনা ঘটে।  এসব অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

BN