বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

রায়পুরে গণপিটুনী দিয়ে ৩ ডাকাতকে পুলিশে সোপর্দ

ইসফাকুল হোসাইন: লক্ষ্মীপুরের রায়পুরে ৩ ডাকাতকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
বৃহস্পতিবার সকালে চরমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মনির বেপারী বাড়ির সৌদি প্রবাসী বাবুলের ঘরে ডাকাতি করতে গেলে ওই তিন জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। অভিযুক্ত ডাকাতরা হল- চরমোহনা গ্রামের মতিনের ছেলে মন্টু, আব্দুর রজবের ছেলে রহমান ও মো. রুহুল আমিন।

গ্রামবাসী জানান, গত একমাস ধরে একের পর এক চরমোহনা ইউনিয়নে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় অতিষ্ঠ হয়ে ওঠেন তারা। বুধবার গভীর রাতে চরমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মনির বেপারী বাড়ির সৌদি প্রবাসী বাবুলের ঘরে একদল ডাকাত হানা দেয়। একপর্যায়ে বাড়ির লোকজন একজনকে ধরে ডাক-চিৎকার করলে অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী মন্টুকে হাতেনাতে ধরে তার স্বীকারোক্তি অনুযায়ী অপর দুই ডাকাত রহমান ও রুহুল আমিনকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

রায়পুর থানার ডিউটি অফিসার এসআই সমীর চক্রবর্তী বলেন, গণপিটুনীর শিকার তিন ডাকাতকে গ্রামবাসীর হাত থেকে উদ্ধার করা হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পল্লীনিউজডটকম/ইসফাকুল

সর্বশেষ খবর

BN