Friday, October 31, 2025

রামগতিতে অবৈধ জালে অগ্নিসংযোগ

 

পল্লী নিউজ ডেস্ক:

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে থেকে জব্দকৃত একটি বেহেন্দি জাল ও ৮০০ মিটার কারেন্ট জালে অগ্নিসংযোগ করা হয়েছে।

সোমবার  সন্ধ্যায় আলেকজান্ডার লঞ্চঘাট এলাকায় জব্দকৃত অবৈধ জালে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শফি কামাল।

বিকেলে মেঘনা নদীতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ওই অবৈধ জালগুলো জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

রামগতি কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর

BN