জেলার রামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামিসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ আগস্ট) সকালে পুলিশ উপজেলার উত্তর হানুবাইশপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উত্তর হানুবাইশপুর এলাকার আলম মিয়ার ছেলে মো. মাইনউদ্দিন (২২) ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কেছুকুরা এলাকার আহমদ আলীর ছেলে ফজলুর রহমান (৬০)।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোঁতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার আসামি মাইনউদ্দিনকে এবং আধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।