বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল, বিশেষ মোনাজাত

পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। নামাজে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই মুসল্লিরা আসতে থাকেন মসজিদে। আজানের পর পরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ।
এদেরই একজন মুসলিম উদ্দিন। শান্তিনগর থেকে এসেছেন জাতীয় মসজিদে নামাজ পড়তে। জানালেন, রোজার প্রথম জুমা আজ, তাই আল্লাহর সন্তুষ্টি আদায়ে আগেভাগেই চলে এসেছেন। দেরি করলে জায়গা পাওয়া যায় না। পরিবারসহ দেশবাসী ও মুসলিম বিশ্বের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে কবুল করেন।

শুক্রবার (১৫ মার্চ) পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেন দেশবাসী। রহমতের দশকের চতুর্থ রোজায় পড়েছে বরকতময় এ জুমা।

নামাজে আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেন মুসল্লিরা। পরে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ায় অংশ নেন তারা। এ সময় দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

এদিকে নিরাপত্তা জোরদারে ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম পর্যন্ত সতর্ক অবস্থানে দেখা যায় পুলিশ সদস্যদের।

সর্বশেষ খবর

BN