বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাংবাদিকদের এখানে উদ্বেগের কোনো কারণ নেই। কারণ যে সাংবাদিক মিথ্যা তথ্য দেবে না, তারও তো উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু দেখি না।
জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগদানের অভিজ্ঞতা শেয়ার করতে বুধবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আপনারা (সাংবাদিকরা) একজনের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিলেন, তার সম্মানহানি হলো। কিন্তু আপনাদের কিছু হলো না সেটা তো হবে না। সাংবাদিকের লেখা তথ্য যে সত্য, এটা তাকে প্রমাণ দিতে হবে।