বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

মোদীর হস্তক্ষেপ কামনা কি দেশবিরোধী উস্কানি নয়: সংসদে আওয়ামী লীগ এমপি

স্টাফ রিপোটার: বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষায় ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা রানা দাশগুপ্তের বক্তব্য দেশের বিরুদ্ধে উস্কানি বলে প্রশ্ন তুলেছেন হবিগঞ্জের আওয়ামী লীগের এমপি আব্দুল মজিদ খান।

শনিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে তিনি কি উস্কানি দিচ্ছেন ?

তিনি বলেন, বাংলাদেশে থেকে যেভাবে পাকিস্তানের পক্ষে অনেকেই কথা বলেন, তিনি (রানা দাশগুপ্ত) সেভাবেই কথা বলেছেন।

সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর বেশ কয়েকটি হামলার পর রানা দাশগুপ্ত নরেন্দ্র মোদীর কাছে ‘হিন্দুদের নিরাপত্তার জন্য হস্তক্ষেপ’ চান। ভারতের গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ায় এ খবর প্রকাশ হয়। তবে রানা দাশগুপ্ত এই ধরনের বক্তব্য দেয়ার খবর অস্বীকার করেছেন।

সর্বশেষ খবর

BN