বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

মেঘনায় ইলিশ সংকট : জেলে পরিবারে হাহাকার

স্টাফ ‍রিপোটার:
ইলিশ সংকট দেখা দেওয়ায় লক্ষ্মীপুর মেঘনার তীরবর্তী শত শত জেলে পরিবারের মাঝে হাহাকার বাড়ছে। সামনে ঈদের কেনাকাটা সন্তানদের মুখে হাঁসি ফুটানোর আকুতি, আর একটু ভালো থাকার প্রত্যাশা সবটুকুই মেঘনার ইলিশের উপর নির্ভর । অথচ সারাদিন নদীতে পরিশ্রম করে ইলিশ শুন্য হাতে তীরে পিরছেন তারা। এতে দিনদিন নদীতে মাছ ধরা থেকে আগ্রহ হারাচ্ছে এখানকার জেলেরা।
কমলনগরের জেলে মো: আবদুল কাদের মাঝি বলেন, মেঘনায় গিয়ে কোন লাভ নেই, খালী হাতে কূলে ফিরতে হচ্ছে। ইলিশ না পেয়ে আমাদের জেলেদের পরিবারের মাঝে হাহাকার দেখা দিচ্ছে । ঘরে গেলেই ছোট শিশু বায়না ধরে নতুন জামা কিনে দিতে। ভাবছি আজ বাড়িতেই যাবো না ।
রামগতি উপজেলার জেলে মো: ছিড়ু মাঝি বলেন, প্রতিদিন দুই বার নদীতে মাছ ধরতে যাই, এতে প্রায় ৫ হাজার টাকা খরচ হয়। অথচ মেঘনা নদীতে কোন মাছই পাচ্ছিনা । যার কারনে আমরা দিনদিন ক্ষতির সম্মুখিন হচ্ছি। ঈদ উপলক্ষ্যে সরকার যদি কোন বরাদ্ধ দিত তবে ছেলে মেয়ে নিয়ে একটু শান্তিতে ঈদের দিনটি কাটাতে পারতাম।
উপজেলা মৎস কর্মকর্তা মো: আবুল কাশেম বলেন, সরকারের নিশেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ভরা মৌসুমে ইলিশ সংকট দেখা দিচ্ছে। এছাড়াও ৩০ জুন পর্যন্ত মেঘনার ২৫ সন্টিমিটার গভীরে মাছ ধরা নিশিদ্ধ থাকায় ইলিশ কম ধরা পড়ছে।

পল্লীনিউজডটকম/ইসফাকুল

সর্বশেষ খবর

BN