বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

মেঘনার ভাঙন থেকে কমলনগর রক্ষার দাবিতে মানববন্ধন

কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি: মেঘনা নদীর ভাঙন থেকে কমলনগর রক্ষার দাবিতে ও নিন্মমানের তীর রক্ষা বাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে ‘কমলনগর সুরক্ষা ফোরাম’ উপজেলার খায়েরহাট বাজারে মানববন্ধনের আয়োজন করে। এতে ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও জেলেসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এসময় নদী ভাঙনের হুমকিতে থাকা স্থানীয় বাসিন্দারা ভাঙন রোধে দ্বিতীয় পর্যায়ের তীর রক্ষা বাঁধ দ্রুত নির্মাণ ও সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের দাবি জানায়। গত তিন যুগেরও বেশি সময় ধরে কমলনগরে মেঘনা নদীর ভাঙন অব্যাহত হয়েছে। ভাঙনে রাস্তাঘাট-হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, আশ্রয়ণকেন্দ্র, ঘরবাড়ি ও হাজার হাজার একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে উপজেলা পরিষদসহ বহু সরকারি-বেসরকারি স্থাপনা। এমন পরিস্থিতিতে কমলনগরে আরও ৮ কিলোমিটার বাঁধ নির্মাণ জরুরী।
লক্ষ্মীপুর জেলার উপকূলীয় রামগতি ও কমলনগর উপজেলায় নদী ভাঙন রোধে ১৯৮ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। তা দিয়ে আলেকজান্ডারে সাড়ে তিন কিলোমিটার, রামগতিরহাটে এক কিলোমিটার এবং কমলনগরে এক কিলোমিটার নদীর তীর রক্ষায় বাঁধ নির্মাণের কথা। ২০১৫ সালে সেনাবাহিনী আলেকজান্ডারে সাড়ে তিন কিলোমিটার বাঁধ সফলভাবে বাস্তবায়ন করে। কমলনগরের এক কিলোমিটার বাঁধ সেনাবাহীনির তত্ত্বাবধানে নির্মাণের দাবী থাকলেও তা করা হয়নি। কাজ করেছে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। নিম্মমানের কাজ হাওয়ায় একবছরে ওই বাঁধে ৬ বার ধস নামে। গত ১৫ জুলাই রাতে ফের ধস নামলে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।

সর্বশেষ খবর

BN