আগামী ২০ মে থেকে শুরু হচ্ছে মিরপুর ফার্নিচার উৎসব। গত বছরের সফল মিরপুর ফার্নিচার ঈদ উৎসবের ধারাবাহিকতায় এবারও এ ধরণের আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে সম্প্রতি মিরপুরের শেওড়াপাড়ায় মেহফিল কনভেনশন হলে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার শল্প মালিক সমিতির সভাপতি ড. কে এম আকতারুজ্জামান, মহাসচিব মো. ইলিয়াস সরকার, মহাসচিব এবং সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার। সভাপতিত্ব করেন সমিতির মিরপুর অঞ্চলের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেলা কমিটির আহ্বায়ক মো. বজলুল করিম এবং সদস্য সচিব মো. ফজলুল হক।
উৎসবে ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ এবং নিজ নিজ শো-রুমে পণ্য প্রদর্শন করবে। উৎসবের মূল উদ্দেশ্য বেগম রোকেয়া সরণির ফার্নিচার মার্কেটের পরিচিতি পুনরূদ্ধার করা। সংবাদ বিজ্ঞপ্তি।