রাশিয়া বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। এরইমধ্যে সেরা আট নিশ্চিত করেছে যোগ্য দলগুলো। কোয়ার্টার ফাইনাল রাউন্ডের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল ও দুর্দান্ত ফর্মে থাকা বেলজিয়াম। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১২টায়।
তবে ম্যাচটি নিয়ে ইতোমধ্যে জ্যোতিষীদের ভবিষ্যদ্বাণী শুরু হয়ে গেছে। আরব আমিরাতের ভবিষ্যৎবক্তা উট ‘শাহীন।’ উটের সামনে দুটি পতাকা রাখা হয়। তারপর উটটি একটি পতাকাকে বেছে নেয়। এর মাধ্যমেই নির্ধারিত হয়ে থাকে ম্যাচটি আসলে কোন দেশ জিতবে।
আর এই উটের কথা সত্যি হলে কাঁদবে সারা বিশ্বের কোটি কোটি ব্রাজিল ভক্ত। কারণ উট ‘শাহীন’ কোয়ার্টার ফাইনালের বিজয়ী হিসেবে বেছে নিয়েছে বেলজিয়ামকে। তবে ‘শাহীন’ এর ভবিষ্যদ্বাণী কতটা মেলে তার জন্য অপেক্ষা করতে হবে আজ রাত পর্যন্ত।
চলতি বিশ্বকাপের গ্রুপর্বে তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয় রাউন্ডে আট ম্যাচের মধ্যে ছয়টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী দিয়েছে এই উট। শেষ আটের লড়াইয়ে নাকি পাঁচবারের চ্যাম্পিয়নদের বিদায় করে দেবে ইউরোপের বেলজিয়ামকে।