ফেসবুক থেকে পাওয়া ব্রাজিলকে নিয়ে কিছু ট্রল:
১. মেসি-রোনালদোদের বাড়ি ফেরার ট্রলিং টমটম গাড়িতে আর জায়গা নেই। তাই নেইমারকে গাড়ির ছাদে ফেলে দেওয়া হইছে।
২. গামছা দিয়ে মুখ ঢেকে রাতের আঁধারে ব্রাজিলের পতাকা নামাচ্ছে এক যুবক।
৩. মার্সেলো ও নেইমারকে পথে বসিয়ে দিয়েছেন রসিক ট্রলাররা।
৪. বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিপর্যস্ত ব্রাজিল সমর্থককের মাথায় পানি ঢালছেন আর্জেন্টিনা সমর্থক।
৫. বারবার নেইমার মাঠে পড়ে যায় দেখে ফটো এডিট করে নেইমারকে শিশুদের ওয়াকারে ঢোকানো হয়েছে। বলা হয়েছে – দেখি এইবার নেইমার পড়ে যায় কেমনে?
৬. মাঠে আহত নেইমার কোঁকড়াচ্ছে। কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড় এটাকে নাটক বলছেন রেফারিকে।
৭. ফ্যানের বাতাসেই নেইমার পড়ে যায় এমন ট্রল করা হচ্ছে।
৮. মেসিদের ট্রেনে চড়তে দৌড়াচ্ছেন নেইমার
৯. নেইমারকে বাড়ি যাওয়ার ব্যাগ-ব্যাগেজ হাতে ধরিয়ে দিয়েছেন ট্রলাররা।
রাশিয়ার বিশ্বকাপে সবচেয়ে বেশি অঘটনের ঘটনা ঘটেছে কাজান অ্যারিনায়। জার্মানি, আর্জেন্টিনার পর সবশেষ এ তালিকায় নাম লেখাল ব্রাজিল। সেমিফাইনালে উঠার লড়াইয়ে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরেছে তিতের দল। আর ব্রাজিলের এমন পরিণতিতে খুশিতে লাফাচ্ছেন বেলজিয়াম সমর্থক। যিনি মূলত একজন আর্জেন্টাইন সমর্থক। শুধু তাই নয় নেইমারদের হারে বাংলাদেশে যত না কেঁদেছে ব্রাজিল সমর্থক, ততটা হেসেছে আর্জেন্টাইন সমর্থক।ফার্নান্দিনহোর গায়ে লেগে প্রথমার্ধেই আত্মঘাতি গোল খায় ব্রাজিল আর এরপরই শুরু হয় ট্রলিং। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমতো ট্রলের ঝড় বয়ে যাচ্ছে।
ব্রাজিলকে নিয়ে রসিকতা করে দেওয়া হচ্ছে নানা ধরনের স্ট্যাটাস। একজন লিখেছেন, হায়রে মিশন হেক্সা! মনে হচ্ছিল বিশ্বকাপে ব্রাজিল একসাথে দুইটা-তিনটা কাপ নিয়ে নিবে!! মানে মিশন হেক্সা, হেপ্টা ,অক্টা সব একসাথে আরকি!
আরেকজন লিখেছেন, জার্মানি, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনার মতো বড় দলগুলোর বিদায়ের পর ব্রাজিলও ইচ্ছে করেই বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। নিজেদের বড় দল প্রমাণ করতে খেলার শুরুতেই নিজ জালে বল ঢুকিয়ে ছোটদের সুযোগ করে দিয়েছে। এবার বিশ্বকাপ আসলেই নতুন দলগুলোর।
কেউবা ব্রাজিল সমর্থকের জার্সি পরিহিত প্রোফাইল পিকচারে গিয়ে কমেন্ট লিখেছেন- ভাই, জার্সিটা বুয়াকে ঘর মুছতে কবে দেবেন?