বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

বোমা ফাটিয়ে ব্যবসায়ীকে অপহরণ

স্টাফ ‍রিপোটার: মেহেরপুর জেলার সদর উপজেলার সোনাপুর গ্রামে বোমা ফাটিয়ে ইউনুস আলী নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়। সে ওই গ্রামের স্বার্থক হোতার ছেলে।

স্থানীয়রা জানান, মাগরিবের নামাজের পর বাড়িতে অবস্থান করছিল ইউনুস আলী। এ সময় হঠাৎ করে কিছু সন্ত্রাসী এসে তার বাড়ির সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ওই বাড়ি থেকে ব্যবসায়ী ইউনুস আলীকে অপহরণ করে নিয়ে যায়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে অপহরণ করা হয়েছে তদন্তের পর বলা যাবে। অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পল্লীনিউজডটকম/ইসফাকুল

সর্বশেষ খবর

BN