বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

বেড়িবাঁধের পাশে পাউবোর জমিতে ব্যবসায়ীর স্থাপনা

বরিশালের আগৈলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। মাস কয়েক আগে বাগধা ইউনিয়নের সোমাইরপাড়ে বেলুহার-পয়সারহাট বেড়িবাঁধের জমি বালু ফেলে ভরাট করেন। সম্প্রতি সেখানে পাকা স্থাপনা নির্মাণও শুরু করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে প্রভাবশালী ব্যবসায়ী পঞ্চানন বৈদ্য দাবি করেন, ওই জমি তাঁর কেনা। সব কাগজপত্রও আছে। তবে ১৩ ডিসেম্বর তাঁকে স্থাপনা সরাতে নোটিশ দেওয়ার তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন বরিশাল পাউবোর এক কর্মকর্তা।

মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, বেড়িবাঁধের ঢালে নতুন ফেলা বালুর ওপর পাকা স্থাপনা নির্মাণের কাজ চলছে। তিন শতাংশ জমিতে নির্মাণাধীন বহুতল ভবনের প্রথমতলার কাজ প্রায় শেষের দিকে। সেখানে তিনটি কক্ষ দেখা যায়। স্থানীয় সূত্র জানায়, মাস ছয়েক আগে এখানে নির্মাণকাজ শুরু করেন পয়সারহাটের কাপড় ব্যবসায়ী পঞ্চানন বৈদ্য। এর আগে বেড়িবাঁধের পাশের নিচু জায়গা বালু ফেলে ভরাট করেন।

পঞ্চানন বৈদ্যের বাড়ি নাঘিরপাড় গ্রামে। স্থানীয়ভাবে তাঁর পরিবার প্রভাবশালী। ফলে ওই জমি দখলে তাদের কেউ বাধা দেয়নি। এলাকাবাসী জানায়, ওই জমির ওপর নিজের বাসা করবেন পঞ্চানন। নিচের তিনটি কক্ষ দোকান হিসেবে ভাড়া দেওয়া হবে বলে জানতে পেরেছেন।

ভবনের জমিসহ আশপাশের বড় অংশের জমির মালিক দাবিদার পঞ্চানন বৈদ্য। তিনি বলেন, ‘আমার জায়গায় আমি ভবন করেছি। ওটা পানি উন্নয়ন বোর্ডের জায়গা নয়। আপনারা যা পারেন– লিখেন। আমিও যা পারি করব।’ এটি তাঁর কেনা জায়গা দাবি করে বলেন, দলিলপত্রও আছে। তবে তা দেখাতে অস্বীকৃতি জানান।

 

সর্বশেষ খবর

BN