Tuesday, October 28, 2025

প্রস্তুতি ম্যাচে টাইগারদের সংগ্রহ ২৪৫

অনলাইন ডেস্ক:

নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে হেসেছে ইমরুল কায়েস, সৌম্য সরকারের ব্যাট। ছন্দে থাকা মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমও মেলে ধরেছেন নিজেদের।

এতে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ।বৃহস্পতিবার বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৩ ওভারে। সবার অবদানে ৯ উইকেটে ২৪৫ রান করে মাশরাফি বাহিনী।

কোভাম ওভালে টস জিতে ব্যাট নেমে শুরুতেই তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। লেগ স্টাম্পের বাইরের বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। পাল্টা আক্রমণে নিজেদের ওপর থেকে চাপটা সরিয়ে নেন ইমরুল। শুরুতে একটু নড়বড়ে হলেও সময় গড়ানোর সঙ্গে নিজেকে ফিরে পান সৌম্য। দুই বাঁহাতি ব্যাটসম্যান গড়েন ৫৫ রানের চমৎকার জুটি। ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন ৭টি চারে ২৯ বলে ৩৬ রান করা ইমরুল। সৌম্য ফিরেন ৪৭ বলে ৪০ রান করে।

মাহমুদউল্লা ৪৬ বলে দুটি চার ও একটি ছক্কায় ৪৩ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন। ছন্দে থাকা মুশফিক ফিরেন ৪১ বলে ৪৫ রান করে। এছাড়া অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ২১ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৩ ওভারে ২৪৫/৯ (তামিম ১, ইমরুল ৩৬, সৌম্য ৪০, মাহমুদউল্লাহ ৪৩, সাকিব ২৩, মুশফিক ৪৫, সাব্বির ১১, তানভীর ১০, মাশরাফি ২১*; মিরাজ ৩, তাসকিন ১*; হিকস ২/৩০, হ্যাম্পটন ২/৪৪, শিপলি ১/২৮, ম্যাকপিক ১/৩২, প্যাটেল ১/৪৮)

সর্বশেষ খবর

BN