হিমেল নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজ ও গ্রুপ খুলে ‘পাসপোর্ট চেকার’ পদে বিমানের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, বিজ্ঞপ্তিটি ভুয়া।
আজ সোমবার বিমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। বিজ্ঞপ্তিটি ভুয়া। এই ভুয়া ফেসবুক পেজ, গ্রুপ ও ভুয়া নিয়োগের বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো সম্পর্ক নেই। এ চক্র থেকে সর্বসাধারণকে সচেতন থাকার আহ্বান জানায় বিমান কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গ্রুপে ‘পাসপোর্ট চেকার’ পদ উল্লেখ করা হয়েছে। পাসপোর্ট চেকার নামে কোনো পদই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেই।
এতে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রকাশ করেনি। বিমানের নিয়োগ বিজ্ঞপ্তি বিমানের অফিসিয়াল ওয়েবসাইটে ও জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।