করোনা মোকাবিলায় চীন সম্প্রতি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও দেশটির নেতা শি জিনপিং পশ্চিমা দেশগুলোতে বানানো টিকা নিতে রাজি নন। শনিবার এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হেইনস এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।
প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরন প্রতিরোধে পশ্চিমা দেশগুলোর ভ্যাকসিন বেশ কার্যকর। অন্যদিকে, নতুন ধরনের সঙ্গে লড়াই করতে চীনের ভ্যাকসিনের কার্যকারিতা কম। কিন্তু তা সত্ত্বেও জিনপিং রাজি হচ্ছেন না পশ্চিমা ভ্যাকসিন নিতে।
চীনে করোনার লকডাউন নিয়ে হওয়া আন্দোলন নিয়েও কথা বলেছেন এভ্রিল। তিনি জানিয়েছেন, সবকিছু এখন শান্ত এবং চীনে সরকার পতনের মতো কোনো পরিস্থিতি নেই।
বিশ্বে দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনে গত কয়েক দিনে আবারও রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু এ সংক্রমণ ঠেকাতে যে ধরনের ভ্যাকসিন প্রয়োজন, সেটি চীনের হাতে নেই।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, যেহেতু চীনের হাতে কার্যকরী ভ্যাকসিন নেই, ফলে তারা যদি অন্যের সহায়তা না নেয় তাহলে দেশটিতে আবারও মহামারি ছড়িয়ে পড়তে পারে।