Wednesday, October 22, 2025

নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে ৬জন গ্রেফতার

নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ২ জন ও জুয়া মামলা ৪ জনকে প্রেফতার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার (ওসি) আনোয়ার হোসেনের নির্দেশে এসআই মোঃ চান মিয়া ও এমসআই মোঃ আবুল কালাম আজাদ, সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম বেড়াগাড়ী নামকস্থানে বিসমিল্লাহ হোটেল এর দই কারখানার পিছনে পরিত্যাক্ত জায়গা থেকে ৩টি গাঁজার গাছ সহ নন্দীগ্রাম কলেজপাড়ার মৃত আবু সামাদ এর ছেলে সেলিম হোসেন(৩৪) ও কাথম পশ্চিমপাড়ার নূর আলমের ছেলে রবিউল ইসলাম (২৩) কে গত শনিবার বিকেল ৫টায় গ্রেফতার করে। অপরদিকে এসআই(নিঃ) মোঃ নুর আলম, এসআই(নিঃ) শাহ সুলতান মোঃ হুমায়ন কবির, এএসআই (নিঃ) মোঃ সদরুল হাসান ও এএসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাস সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ৮টার সময় পৌরসভার ১নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামের জামাল হোসেনের চায়ের দোকানের পূর্বপার্শে জুয়া খেলা অবস্থায় বাবলু ফকিরের ছেলে উজ্জল হোসেন(৩০), সেকেন্দার ফকিরের ছেলে ফিরোজ ফকির(৪০), মৃত কাদের ফকিরের ছেলে ফজলুল হক বাচ্চু(৫০), মৃত ইউসুফ আলীর ছেলে সাহেব আলী(৪৮),কে গ্রেফতার করে নন্দীগ্রাম থানা পুলিশ। সর্ব সাং-কালিকাপুর, আজ আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ খবর

BN