ছাত্র আন্দোলনের নামে গুজব ছড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
সোমবার বিকেলে উপজেলা সদর হাজিরহাটে উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন মিলন, ফয়সল আহাম্মদ রতন, আবুল খায়ের চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি সাজেদা আক্তার সুমি, দপ্তর সম্পাদক মোহাম্মদ উল্যাহ , উপজেলা কৃষকলীগের সভাপতি হারুনুর রশিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন বাপ্পী, যুগ্ম-আহ্বায়ক এএইচএম আহসান উল্যাহ হিরণ ও ইয়াছির আরাফাত রাজু, ছাত্রলীগ সভাপতি মাঈন উদ্দদিনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে হাজিরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে৷