Sunday, December 21, 2025

তারেক জিয়া ইস্যুতে ব্যারিস্টার মইনুলের ফোনালাপ ফাঁস (অডিও)

তারেক জিয়া ইস্যুতে ব্যারিস্টার মইনুল হোসেনের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে তারেক রহমানের নেতৃত্ব ধ্বংস করার জন্যই ড. কামালকে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতৃত্বে আনা হয়েছে বলে উল্লেখ করেছেন ব্যারিস্টার মইনুল হোসেন। ইতিমধ্যে এই ফোনালাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ফাঁস হওয়া ১ মিনিট ১৯ সেকেন্ডের সেই ফোনালাপটির কিছু অংশ তুলে ধরা হল:
মজুমদারঃ আরেকটা নিউজ স্যার, এটা একটা রিউমার উঠেছে যে, আপনি আর ড. কামাল হোসেন লন্ডনে যাচ্ছেন তারেক রহমানের সঙ্গে মিটিং করার জন্য?

মঈনুল হোসেন: বাদ দেন। আমাদের মিটিং তারেকের সঙ্গে, আমরা মিটিংয়ে যাবো? এরা কোথাকার ছাগল? আমরা তারেকের নেতৃত্ব ধ্বংস করার জন্যই ড. কামাল হোসেনকে আনছি।

মজুমদারঃ জ্বি ভালো থাকবেন।

https://www.youtube.com/watch?time_continue=23&v=rmAmDRlAODI

সর্বশেষ খবর

BN